রাজারবাগ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

রাজারবাগে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীরাজারবাগ পুলিশ লাইনসে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এসময় তার সঙ্গে পুলিশের মহাপরিদর্শক ড.মোহাম্মদ জাবেদ পটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে  স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতা দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান।  ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রথম বুলেটটি ছুড়েছিল রাজারবাগের সাহসী পুলিশ সদস্যরা। এসময় শহীদ হন অনেক পুলিশ সদস্য। তাদের সম্মানে রাজারবাগে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ। সেই স্মৃতিস্তম্ভেই ফুল দিয়ে বীরদের প্রতি শ্রদ্ধা জানায় পুলিশ ও সাধারণ মানুষ।

54367077_326970534842307_7548311177684582400_nএছাড়াও ডিএমপি’র পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অতিরিক্ত আইজিপি রৌশন আরা বেগম।

এর আগে ডিএমপি’র একদল চৌকস পুলিশ সদস্য শহীদদের প্রতি সশস্ত্র সালাম দেন। এসময় বিউগলে বেজে ওঠে করুন সুর।