ঢাবিতে সেই সিরাজ উদ্দৌলার কুশপুত্তলিকা দাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুসরাতের গায়ে আগুন দিয়ে হত্যামামলার প্রধান আসামি সিরাজ-উদ্দৌলার কুশপত্তলিকা দাহ

মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকাণ্ডের প্রধান আসামি মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ-উদ্দৌলার কুশপুত্তলিকা দাহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ কর্মসূচির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী লামইয়া তানজিন তানহা। তিনি বলেন, ‘বাংলাদেশে নারীরা কতটুকু নিরাপদ তা ফেনীর নুসরাত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা বুঝতে পারি। যে দেশে প্রধানমন্ত্রী একজন নারী সে দেশে কেন মেয়েদের নিরাপত্তা নেই? আমরা নুসরাত হত্যার বিচার দাবি করছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুসরাত হত্যাকাণ্ডের বিচার চেয়ে মানববন্ধন ও প্রধান আসামি সিরাজ উদ্দৌলার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন

এসময় মানববন্ধনে চারুকলা বিভাগের শিক্ষার্থী আবদুল করিম বলেন, ‘একের পর ঘটনা ঘটেই চলেছে। কোনও ঘটনার বিচার না হওয়ার কারণে শুধু ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। নুসরাতকে যেভাবে হত্যা করা হয়েছে তা মধ্যযুগীয় হত্যাকাণ্ডকে হার মানিয়েছে। নুসরাত মৃত্যৃক্ষণে থেকেও বাঁচতে চেয়েছিল। কিন্তু আমরা তাকে বাঁচার সুযোগ দিতে পারিনি। আজকে যদি নুসরাত বিচার না পায়, তাহলে অপরাধীরা বিজয়ী হবে। আমরা অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’

এর আগে একটি মানববন্ধন করেন তারা। মানববন্ধনটি ডাকসুর ক্যাফেটেরিয়ার সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তার একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মধুর ক্যান্টিন হয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে শেষ হয়।