জাতীয় নেতা মহিউদ্দিন আহমদের ২২তম মৃত্যুবার্ষিকী শুক্রবার

মহিউদ্দিন আহমদব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, বিশিষ্ট ভাষাসৈনিক, মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, পার্লামেন্টারিয়ান এবং জাতীয় নেতা মহিউদ্দিন আহমদের ২২তম মৃত্যবার্ষিকী শুক্রবার (১২ এপ্রিল)। এদিন সকাল সাড়ে ১০টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।
এছাড়া মহিউদ্দিনের বাসভবন রাজধানীর ধানমন্ডি ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন মসজিদে আছরের নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রয়াত নেতার স্বজন, সহকর্মী ও জাতীয় নেতারা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ১৯২৫ সালের ১৫ জানুয়ারি বরিশালের পিরোজপুরে জন্মগ্রহণ করেন জাতীয় নেতা মহিউদ্দিন আহমদ। ১৯৯৭ সালের ১২ এপ্রিল ঢাকায় মারা যান তিনি।