মুক্তিযুদ্ধ বিরোধীরাই ইতিহাস বিকৃত করে: রেলমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন

মুক্তিযুদ্ধ বিরোধীরাই ইতিহাস বিকৃত করে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস নিয়ে বারবার কথা বলতে হয়, তার কারণ হলো-বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাই আজ বিএনপি-জামায়াতের ছত্রছায়ায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে যতই তারা এ ধরনের অপচেষ্টা চালাক, ইতিহাস কখনও পরিবর্তন করা যায় না।’

বুধবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর, ১০ এপ্রিল মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য প্রথম সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথগ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।’

রেলেপথ নিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা রেলের ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসতে চাই। রেল থেকে সব দুর্নীতি দূর করবো। রেলকে নতুনভাবে সাজাতে বাইরে থেকে ইঞ্জিন ও বগি নিয়ে আসা হবে। রেলকে নতুনভাবে সাজানোর জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।