‘প্রধানমন্ত্রীর ব্রুনাই সফরে সাতটি চুক্তি স্বাক্ষর হতে পারে’





পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন (ফাইল ফটো)

ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে  রবিবার (২১ এপ্রিল) সে দেশে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই সফরে সমঝোতা স্মারক স্বাক্ষরের পাশাপাশি ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হবে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, ‘এই সফরে জ্বালানি ও কৃষি সহযোগিতা, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা ওয়েভার সংক্রান্ত চুক্তি, সংস্কৃতি, যুব ও ক্রীড়া,পশুসম্পদসহ মোট সাতটি চুক্তি স্বাক্ষর হতে পারে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও  বলেন, ‘এবারের সফরে আমিসহ আরও  কয়েকজন মন্ত্রী এবং একটি ব্যবসায়িক প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।’
এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা একটি ভালো সফর আশা করছি। ব্রুনাই আমাদের দেশে তরল জ্বালানি রফতানি করতে চায় এবং হালাল খাবারে বিনিয়োগেও আগ্রহী।’
রোহিঙ্গা বিষয়েও আসিয়ান জোটের সদস্য ব্রুনাইয়ের সঙ্গে আলোচনা হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘আমরা আসিয়ানকে একটি প্রস্তাব দিয়েছি, রাখাইনে একটি সেফ জোন বা অন্য যেকোনও নামে একটি অঞ্চল প্রতিষ্ঠা করা— যাতে করে রোহিঙ্গারা সেখানে ফেরত যেতে নিরাপদ বোধ করে।’
উল্লেখ্য, ব্রুনাইতে বর্তমানে প্রায় ২০ হাজার বাংলাদেশি কর্মরত আছেন এবং বর্তমানে এই  দুই দেশের বাণিজ্যের পরিমাণ দুই মিলিয়ন ডলারের নিচে।