শ্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণ, দুই বাংলাদেশি নিখোঁজ

শ্রীলঙ্কায় বোমা হামলা

শ্রীলঙ্কার কলম্বোতে তিনটি চার্চ ও তিনটি হোটেলে ভয়াবহ সিরিজ বিস্ফোরণে শিশুসহ দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। তারা শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল বলে তাদের পরিবার জানিয়েছে।
রবিবার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় নিখোঁজ দুজনকে খুঁজে বের করার চেষ্টা করছি।’
উল্লেখ্য, শ্রীলঙ্কায় তিনটি চার্চ ও তিনটি হোটেলে ভয়াবহ সিরিজ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচ শতাধিক। কলম্বোর ন্যাশনাল হাসপাতালে এক সংবাদ সম্মেলনে হাসপাতালটির পরিচালক ডা. অনিল জাসিংহে হতাহতের এই সংখ্যা জানিয়েছেন। রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা এবং তিনটি হোটেলে এই বিস্ফোরণ ঘটানো হয়। হতাহতদের মধ্যে বিদেশি পর্যটকেরাও থাকতে পারেন বলে দেশটির কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।