সরকারি প্রাথমিকের ৪২৭ শিক্ষক বদলি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

শিক্ষকদের ভোগান্তি ও বিভিন্ন অভিযোগের পর অবশেষে রাজধানীতে ২১০ জনসহ দেশের বিভিন্ন জেলায় প্রাথমিকের মোট ৪২৭ জন সহকারী ও প্রধান শিক্ষককে বদলি করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাতে এ সংক্রান্ত বদলির ২২টি আদেশ প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এসব আদেশে ঢাকায় ২১০ জন, চট্টগ্রামে ৭২ জন, গাজীপুর ৩৬ জন, সিলেটে ৬ জন, খুলনায় ২৩ জন, কুমিল্লায় ১২ জন, রংপুরে ৬৮ জন সহকারী শিক্ষককে বদলি করা হয়েছে। এর আগে রাজধানীতে একযোগে ৪০ জন, রংপুরে ১২ জনসহ মোট ৪২৭ জন শিক্ষককে বদলি করা হয়েছিল।

উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ২০১৯ সালের বদলি কার্যক্রমের শেষ দিন ছিল গত ৩১ মার্চ।