চীনের রাষ্ট্রপতি ও নৌ প্রধানের সঙ্গে বাংলাদেশের নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

বাংলাদেশের নৌ প্রধানের সঙ্গে চীনের নৌ প্রধানের সৌজন্য সাক্ষাৎচীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল শেন জিনলংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। সাক্ষাতের সময় দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নৌবাহিনীর পারস্পরিক উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এছাড়া তিনি চীনের ঊর্ধ্বতন নৌকর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, চীনের নৌবাহিনীর ৭০তম বার্ষিকী মঙ্গলবার (২৩ এপ্রিল) চীনের কিয়াংদাও শহরে উদযাপিত হয়েছে। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ওই অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যয়’ অংশগ্রহণ করে।

বাংলাদেশের নৌবাহিনী প্রধান ছাড়াও অনুষ্ঠানে জাপান, জার্মানি, ব্রাজিল, তুরস্ক, ইরান, নিউজিল্যান্ড, মিয়ানমার, গ্রিস, পেরু, দক্ষিণ আফ্রিকা, চিলি, কম্বোডিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিস্তিনের নৌবাহিনীর প্রধানগণ অংশ নেন। এছাড়া, বিভিন্ন দেশসমূহের নৌপ্রধান, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদ ও ঊর্ধ্বতন নৌপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।