শ্রীলঙ্কা দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর পররাষ্ট্রমন্ত্রীর

বিস্ফোরণের পর একটি গির্জার ভেতরের দৃশ্য

পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বুধবার (২৪ এপ্রিল) ঢাকায় শ্রীলঙ্কার হাইকমিশনে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এ সময় শ্রীলঙ্কার হাইকমিশনার ক্রিসান্থে ডি সিলভা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরকালে ড. মোমেন সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সব ধরনের ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাস দমনে শ্রীলঙ্কাসহ  আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে।’ এ বিষয়ে সক্রিয় ভূমিকা পালনেরও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী এই দুঃসময়ে শ্রীলঙ্কার সরকার ও জনগণের পাশে থাকারও আশ্বাস দেন। এছাড়া তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল শ্রীলঙ্কায় সিরিজ বিস্ফোরণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে।এ ঘটনায় আহত হন পাঁচ শতাধিক মানুষ। বাসস