‘বাসাবাড়িতে ৯৯ শতাংশ পানি সাংসারিক কাজে ব্যবহার হয়’

 

তাজুল ইসলামস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ‘বাসাবাড়িতে ৯৯ শতাংশ পানি সাংসারিক কাজে ব্যবহার হয়। এক শতাংশ ব্যবহার হয় খাওয়ার জন্য। অনেক দূর থেকে এনে ওয়াসাকে এই পানি সরবরাহ করতে হয়। তাই রিজার্ভ ট্যাংকি সব সময় পরিষ্কার রাখার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জনগণের দাবি অনুযায়ী খাবার পানির জন্য ওয়াসা আলাদা লাইন করে দেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোথাও খাবার পানি আলাদা লাইন দিয়ে সরবরাহ করা হয় না।’

অগ্নি দুর্ঘটনার ব্যাপারে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ‘অগ্নি দুর্ঘটনা বন্ধে ও দুর্ঘটনাকালীন মৃত্যুর সংখ্যা কমাতে জনসচেতনতা বাড়ানোর কার্যক্রম গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’