জায়ানের মৃত্যুতে ভুটানের প্রধানমন্ত্রীর সমবেদনা

জায়ান চৌধুরী (বাঁয়ে) ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং
শ্রীলঙ্কায় বোমা বিস্ফোরণে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর মৃত্যুতে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুই নেতার মধ্যে কথা হয়।

এ সময় লোটে শেরিং শ্রীলঙ্কায় সম্প্রতি সন্ত্রাসী হামলায় শেখ হাসিনার নিকট আত্মীয় জায়ান চৌধুরীসহ আরও অনেকের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা প্রকাশের জন্য ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন।

প্রসঙ্গত, রবিবার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা বিস্ফোরণে সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়ে জামাই মশিউল হক চৌধুরী গুরুতর আহত এবং নাতি জায়ান চৌধুরী নিহত হন। আট বছর বয়সী জায়ান রাজধানীর সানবিম স্কুলের ছাত্র ছিল।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় নাতি হারানো শেখ সেলিমকে প্রধানমন্ত্রীর সান্ত্বনা