অনলাইনে রাজউকের সেবা কার্যক্রম শুরু

অনলাইনে রাজউকের সেবা কার্যক্রম উদ্বোধন

ভূমি ব্যবহারের ছাড়পত্র ও নকশা অনুমোদন অটোমেশন করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার (২ মে) রাজউকের অডিটোরিয়ামে সেবা কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে এ কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় দেশকে ডিজিটাল বাংলাদেশে পৌঁছে দিয়েছেন। আজ অবসান হলো দীর্ঘসূত্রতা ও হয়রানি। এর ফলে এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরতে হবে না।’

তিনি বলেন, ‘আমরা মালিক নই, জনগণের চাকর। সমালোচনার বৃত্ত থেকে বের হয়ে আসার জন্যই আজকের এই আয়োজন। আজ আমরা আকাশে, স্থলে ও জলে অধিকার প্রতিষ্ঠা করেছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত সচিব শহিদুল্লাহ খন্দকার, রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান প্রমুখ।