মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত ৩ যাত্রী অ্যাপোলোতে ভর্তি

অ্যাপোলো হাসপাতালমিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত ৩ যাত্রীকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ মে)  রাত ১টার দিকে  তাদেরকে অ্যাপোলো হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। নাম  প্রকাশে অনিচ্ছুক অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার বাংলা ট্রিবিউনকে একথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ বিমান থেকে যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে বলা হয়েছে। তাই আমরা তাদের নাম পরিচয় প্রকাশ করতে পারছি না।’
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত এক চিকিৎসক বলেন, ‘রাত ১টার দিকে  তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাদের অর্থোপেডিক সমস্যা আছে। শনিবার অর্থোপেডিক কনসালটেন্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত দেবেন। এই রোগীদের কারও কারও স্পাইনাল কডে ফ্র্যাকচার আছে।’  
হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, আহত আরও রোগী আমাদের এখানে আসতে পারে।
হাসপাতালের কেউই গণমাধ্যমে প্রকাশ করতে রাজি হননি।

প্রসঙ্গত, বুধবার (৮ মে) ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে পড়ে বিমানের একটি ফ্লাইট। বিমানটিতে শিশুসহ ২৯ যাত্রী, দু’জন পাইলট, দু’জন কেবিন ক্রু ও দু’জন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন। এ ঘটনায় আহত ১৯ যাত্রীকে ইয়াঙ্গুনের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতেই চার যাত্রীকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।