বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলির সঙ্গে বৈঠকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি গোমতী নদী, জকিগঞ্জ-আশুগঞ্জ এবং রাজশাহীর গোদাগাড়ী নৌপথ খনন কাজ সম্পন্ন করার আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে নৌপথে এবং স্থলপথে যোগাযোগ রয়েছে। অনেক স্থানে ভারতীয় অর্থায়নে কার্যক্রম চলছে।
দিনাজপুরের বিরল ও ভারতের রাধিকাপুর স্থলবন্দর চালু করার বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান।