‘মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছি’

সুস্থ হওয়ার পর অফিস করছেন ওবায়দুল কাদেরসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছি। শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি। আগামীকাল সোমবার (২০ মে) দলের কেন্দ্রীয় অফিসে যাবো। ধীরে সুস্থে কাজ করতে হবে। দেড় মাস পর পুরো উদ্যোগে কাজ করতে পারবো। দলের কাউন্সিল যথাসময়ে হবে।’

রবিবার বেলা ১১টার দিকে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে সচিবালয়ে তাকে স্বাগত জানান সচিব মো. নজরুল ইসলাম। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বুধবার (১৫ মে) দেশে ফেরেন তিনি।

সুস্থ হওয়ার পর রবিবার অফিস করেন ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী বলেন, ‘যানজট নিরসন, মেগা প্রকল্পের বাস্তবায়ন এগুলো এখন আমার প্রধান চ্যালেঞ্জ। দলীয় বিষয়ে পার্টি অফিসে কথা বলবো। সড়ক ব্যবস্থা আগের চেয়ে ভালো। এবার ঈদযাত্রায় কোনও ভোগান্তি হবে না। আশা করছি, এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।’

প্রসঙ্গত, বাইপাস সার্জারির পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওবায়দুল কাদের ৫ এপ্রিল ছাড়পত্র পান। ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়। এর আগে ৩ মার্চ সকালে বুকের ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। পরে ৪ মার্চ তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

আরও পড়ুন:

দেশে ফিরলেন ওবায়দুল কাদের

দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রীসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন ওবায়দুল কাদের