মধ্যপ্রাচ্যে তেল ট্যাংকারে হামলার ঘটনায় উদ্বেগ বাংলাদেশের





পররাষ্ট্র মন্ত্রণালয়সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাজ্যে বেশ কয়েকটি তেলের পাম্পিং স্টেশনে চোরাগোপ্তা ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সৌদি ও আমিরাতের তেল ট্যাংকারে আক্রমণের ঘটনাও বাংলাদেশের জন্য সমান উদ্বেগজনক।
পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার (১৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ঘটনায় ওই অঞ্চলের নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে বাংলাদেশ।
এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শান্তি ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার যেকোনও ধরনের ঐক্যবদ্ধ প্রয়াসকে বাংলাদেশ সমর্থন জানায়।