হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু কাল

সৌদি আরবে কাবা শরিফমঙ্গলবার (২১ মে) থেকে শুরু হচ্ছে হজযাত্রীদের প্রশিক্ষণ যা চলবে বৃহস্পতিবার (৩০ মে) পর্যন্ত। ঢাকাসহ সব জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকরা এ প্রশিক্ষণে অংশ নেবেন। সোমবার (২০ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সম্মেলন কক্ষে একটি ভেন্যুতে এবং আশকোনা হজক্যাম্পে মোট চারটি ভেন্যুতে ঢাকার হজযাত্রীদের প্রশিক্ষণ চলবে। প্রতিটি ভেন্যুতে প্রতিদিন ৫০০ জন করে হজযাত্রী প্রশিক্ষণ গ্রহণ করবেন। এছাড়া হজে যেতে ইচ্ছুকরা নিবন্ধনের সময় যে জেলায় প্রশিক্ষণ গ্রহণের পছন্দ দিয়েছেন সেখানে তারা প্রশিক্ষণ গ্রহণ করবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে প্রত্যেক হজযাত্রীর মোবাইলে তাদের ভেন্যু এবং তারিখ জানিয়ে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠানো হয়েছে। কেউ মেসেজ না পেলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে যোগাযোগ করে তাদের প্রশিক্ষণ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।