ধানক্ষেতে আগুনের ঘটনা তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ফাইল ছবি)ধানের ন্যায্যমূল্য না পেয়ে ক্ষেতে আগুন দেওয়ার ঘটনা সরকারের সুনাম ক্ষুণ্নের চেষ্টা কিনা তা খতিয়ে দেখা হবে। এমন তথ্য জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ মে) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ওবায়দুল কাদের। এর আগে তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাসের সঙ্গে বৈঠক করেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘ধানক্ষেতে আগুন দেওয়ার ঘটনাটি স্যাবোটাজ কিনা, কেউ কোনওভাবে সরকারের সুনাম ক্ষুণ্ন করার জন্য করছে কিনা তা খতিয়ে দেখা হবে। প্রধানমন্ত্রী এটা তদন্ত করে জানাতে বলেছেন।’

কৃষকদের প্রতি সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সরকার এখানে আন্তরিক। কৃষির মেরুদণ্ড কৃষক। সরকার কখনও চাইবে না আমাদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হোক। কৃষকদের স্বার্থবিরোধী কোনও কিছু কৃষকবান্ধব এই সরকার করবে না।’

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘ভারতীয় ঋণে অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে। আবার নতুন নতুন প্রকল্পও আমরা হাতে নিচ্ছি। কানেক্টিটিভির নতুন নতুন দুয়ার উন্মোচিত হবে।’

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘ভারতে নির্বাচন হচ্ছে, এ বিষয়ে হাই কমিশনারের সঙ্গে একটু আলাপ-আলোচনা হয়েছে। ভারতের জনগণ যে দল বা জোটকে নির্বাচিত করবে, তাদের সঙ্গেই আমাদের সম্পর্ক থাকবে। সরকার টু সরকার, পিপল টু পিপল যে যোগাযোগ ও সম্পর্ক আছে, যে জোট ও যে দলই আসুক না কেন জনগণের নির্বাচিত সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে।’

ভারতের নতুন সরকার তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান করবে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সিটমহল হস্তান্তর যেভাবে হয়েছে, সীমান্ত সমস্যার বাস্তবায়ন যেভাবে হয়েছে– আমার মনে হয়, তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন সমস্যারও সেভাবে সমাধান হবে।’