মৃত কর্মকর্তাকে ক্যাডারভুক্ত করার সেই আদেশ বাতিল





২২মৃত কর্মকর্তাসহ জনস্বাস্থ্য অধিদফতরের নন-ক্যাডার ও প্রকল্পের ৯৫ সহকারী প্রকৌশলীকে ক্যাডারভুক্ত করার গেজেট অবশেষে বাতিল করেছে স্থানীয় সরকার বিভাগ।
জনপ্রশাসন মন্ত্রণালয় ও পিএসসির অনুমোদন না নিয়ে গত ২২ জানুয়ারি এই ৯৫ কর্মকর্তাকে ক্যাডারভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
গত ৬ জুন বাংলা ট্রিবিউনে ‘মৃত ব্যক্তিকেও ক্যাডারভুক্ত করে পদোন্নতি!’ শীর্ষক বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন প্রকাশের তিন দিনের মাথায় গত রবিবার (৯ জুন) আদেশটি বাতিল করলো স্থানীয় সরকার বিভাগ।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মো. খাইরুল ইসলামের সই করা গেজেটে নন-ক্যাডার ও প্রকল্পের ৯৫ কর্মকর্তাকে ক্যাডারভুক্ত করা হয় রুলস অব বিজনেস না মেনে। ক্যাডারভুক্তির জন্য ক্যাডার নিয়োগ বিধির সংশ্লিষ্ট তফসিল সংশোধন না করে এ গেজেট প্রকাশ করা হয়। ক্যাডারে অন্তর্ভুক্ত করার এখতিয়ার শুধু জনপ্রশাসন মন্ত্রণালয়ের।
গেজেটের ৩ নম্বর তালিকায় নাম থাকা সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন তালুকদার মারা গেছেন আগেই।
ক্যাডারভুক্ত করার এই গেজেট গত ৯ জুন যুগ্ম-সচিব মো. খাইরুল ইসলামের সই করা আরেকটি আদেশে বাতিল করা হয়।