শিগগিরই ‘সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ’ গঠন




বাজেট ২০১৯-২০২০সরকারি চাকরিজীবীদের মতো বেসরকারি খাত ও অপ্রাতিষ্ঠানিক খাতকে পেনশনের আওতায় আনতে শিগগিরই সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ (Universal Pension Authority) গঠন করা হবে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (১৩ জুন) বাজেট বক্তৃতায় এ কথা জানান।
অর্থমন্ত্রীর অসুস্থতায় বাজেট বক্তৃতার বড় অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঠ করেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, দেশের জনগণের মধ্যে সরকারি পেনশনার মাত্র এক শতাংশ। প্রতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতসহ দেশের জনগণের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থা পর্যায়ক্রমে চালু করার জন্য একটি ‘Universal Pension Authority’ শিগগিরই গঠন করা হবে। উল্লেখ্য, সাবেক অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের পেনশন সুবিধার আওতায় আনতে সর্বজনীন পেনশন চালুর ঘোষণা দিয়েছিলেন। এ অর্থবছরের বাজেট পেশের সময়ও অর্থমন্ত্রী একই কথার পুনরাবৃত্তি করেছিলেন।