‘এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের কাজ শেষ হবে জানুয়ারিতে’




qader-1-bssঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের প্রথম ধাপের কাজ আগামী বছরের জানুয়ারিতে শেষ হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার (১৮ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন কাওলায় প্রকল্পের কাজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের কাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী রেলস্টেশন পর্যন্ত আগামী জানুয়ারিতে শেষ হবে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের কাজ বনানী রেলস্টেশন থেকে মগবাজার রেলক্রসিং হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত শেষ হবে ২০২২ সালের মার্চে।
উল্লেখ্য, ১৯ দশমিক ৭০ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হবে ৮ হাজার ৯৪০ কোটি ১৮ লাখ টাকা।
মন্ত্রীর প্রকল্পকাজ পরিদর্শনের সময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের পরিচালক এ এইচ এম শাখাওয়াত আকতার এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।