হজযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা দিতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ বলেছেন, আল্লাহর মেহমান হজযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানের ব্রত নিয়ে হজ চিকিৎসক দলকে সেবা দিতে হবে। হাজিদের সেবা দিতে কোনও ধরনের অবহেলাকে অপরাধ হিসেবে গণ্য করে দায়ী ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনা হবে।

প্রতিমন্ত্রী বুধবার (১৯ জুন) ঢাকা আশকোনা হাজি ক্যাম্পে হজ চিকিৎসক দল- ২০১৯ এর প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, হজ চিকিৎসক দল গঠনের ক্ষেত্রে হজযাত্রীদের সৌদি আরবের স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় দিকগুলো বিবেচনা করে বিভিন্ন বিষয়ের চিকিৎসকদের মনোনয়ন দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রয়োজনীয় সংখ্যক অভিজ্ঞ নার্স, ফার্মাসিস্ট এবং টেকনোলোজিস্ট মনোনয়ন দেওয়া হয়েছে। আগের বছরগুলোর তুলনায় এ বছর হজযাত্রীদের চিকিৎসা সেবাকে আরও সহজ, উন্নত এবং প্রযুক্তি নির্ভর করা হয়েছে।

তিনি বলেন, হজ চলাকালীন হজ চিকিৎসক দলের সদস্যদের সেবা প্রদান কার্যক্রম তদারকি করা হবে এবং তা মূল্যায়ন করা হবে।

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এ বছর ইতোমধ্যে  অধিকাংশ হজ এজেন্সি তাদের টিকিট সংগ্রহ করেছে। অবশিষ্ট এজেন্সিগুলো আগামী কয়েক দিনের মধ্যে সংগ্রহ করবে। এ বছর টিকিট নিয়ে কোনও সমস্যা হবে না।

অন্য এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের প্রস্তুতি সম্পন্ন হওয়া সাপেক্ষে আগামী দু’একদিনের মধ্যে হজ ভিসার আবেদন করা হবে।

ধর্ম সচিব আনিছুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, অতিরিক্ত সচিব মুজিবুর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবিএম আমিন উল্লাহ নূরী, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম প্রমুখ।

উল্লেখ্য এ বছর হজযাত্রীদের চিকিৎসা সেবার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনীর মেডিক্যাল কোর, ইসলামিক ফাউন্ডেশনের ইসলামিক মিশনের মোট ২৩০ সদস্যকে অন্তর্বুক্ত করে ‘হজ চিকিৎসক দল’ গঠন করা হয়েছে। এর মধ্যে চিকিৎসক ১০৫ জন, নার্স ৭৫ জন, ফার্মাসিস্ট ৪০ জন, ওটি অ্যাসিসট্যান্ট ল্যাবরটরি টেকনিশিয়ান ১০ জন।