ডেঙ্গুতে আক্রান্ত ৮৫৩, মারা গেছেন দুজন

ডেঙ্গু মশা

গত ছয় মাসে ডেঙ্গু রোগে ৮৫৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই জনের। সোমবার (২৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, ডেঙ্গু রোগ প্রতিরোধে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েচে। এরমধ্যে ২৮টি সরকারি হাসপাতাল ও ৩৬টি বেসরকারি হাসপাতাল ও রাজধানীর দুই সিটি করপোরেশনে সর্বমোট দেড় হাজারের বেশি ডাক্তার ও নার্সকে ডেঙ্গু ও চিকনগুনিয়ার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।  এছাড়াও ঢাকা মহানগরীরর বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ শনাক্তকরণের কিট সরবরাহ করা হয়েছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে আগামী ২৯ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সকল জোন ও ওয়ার্ডে গণর‌্যালির আয়োজন করা হয়েছে।