মিয়ানমার অনেক কথা বললেও কিছুই কার্যকর করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ফটো)

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গাদের আমরা আমন্ত্রণ জানাইনি। মিয়ানমার সরকার তাদের বসত ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। মানবিক কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা তাদের আসতে দিয়েছি।   তিনি বলেন,  ‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সবসময় ভালো ভালো কথা বললেও কোনও কিছুই কার্যকর করেনি।  তাদের কথায় আর কাজে কোনও মিল নেই।’

মঙ্গলবার (২৫ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের কারণে আমাদের বসতবাড়ি, ফসলি জমি ও বনভূমিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিকতা নষ্ট হয়েছে। তারপরেও মানবিক দিক বিবেচনা করে তাদের আমরা আশ্রয় দিয়েছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কাউকে হত্যা করে না।  মাদক ব্যবসায়ীদের তালিকা বিভিন্ন পর্যায় থেকে আসে।  মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে পুলিশ, র‌্যাব, বিজিবি এবং মাদকবিরোধী অধিদফতর।  অনেক রোহিঙ্গা মিয়ানমনার থেকে ইয়াবা বহন করে নিয়ে আসে। যখনই বিজিবি তাদের চ্যালেঞ্জ করে তখনই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।’

আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জেলখানায় ধারণ ক্ষমতা রয়েছে ৪০ হাজার হাজতির।   এই মুহূর্তে  হাজতি আছে ৮২ হাজার, যার অধিকাংশই মাদক ব্যবসায়ী।’  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,  ‘বাংলাদেশ-ভারত সীমান্তের নিরাপত্তা শক্তিশালী করা হয়েছে। সেক্ষেত্রে ভারত আমাদের সাহায্য করেছে। ভারত থেকে ফেনসিডিল আসা ৫০ শতাংশ কমে গেছে। ‘