ঝুঁকিপূর্ণ সেতুগুলো দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

দেশের সবগুলো রেলসেতু জরিপ এবং সেই তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ সেতুগুলো দ্রুত মেরামতের জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (২৫ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, দেশের সবগুলো সেতু জরিপ করতে রেলপথ এবং সড়ক ও জনপথ অধিদফতরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী জানান, ২৩ জুন রবিবার দিবাগত রাতে মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেসের দুর্ঘটনার প্রসঙ্গে দেশের ঝুঁকিপূর্ণ সব রেলসেতু সংস্কারের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্ষার আগেই সেতুগুলো দ্রুত সংস্কার করতে হবে।

এ ছাড়া দেশের কোন কোন সড়ক সড়ক এলজিইডি দেখাশুনা করবে আর কোনগুলো সড়ক ও জনপথ অধিদফতর দেখাশুনা করবে তা জরিপের পর সিদ্ধান্ত নেওয়ারও নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী।

এদিকে, সোমবার (২৪ জুন) বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দল জয়লাভ করায় ক্যাপ্টেন মাশরাফি ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবসহ দলের সব খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি খেলোয়াড়দের জন্য বিশেষ তহবিল গঠনের তাগাদা দিয়েছেন তিনি।