নেভাল একাডেমিতে ডাইরেক্ট এন্ট্রি অফিসারদের সমাপনী কুচকাওয়াজ



Navy Picচট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০১৯এ ব্যাচের নবীন কর্মকর্তাদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ মঙ্গলবার (২ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুষ্ঠানে কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চল রিয়ার এডমিরাল এম আবু আশরাফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
আইএসপিআর জানায়, নৌবাহিনীর ২০১৯এ ব্যাচের ১৩ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার স্বল্পমেয়াদি প্রশিক্ষণ শেষে র‌্যাংক ব্যাজ পরেন। এই ব্যাচের কর্মকর্তা অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট উমায়ের আলম ছয় মাস মেয়াদি প্রশিক্ষণে সবচেয়ে ভালো করায় ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’ স্বর্ণপদক পান।
রিয়ার এডমিরাল আবু আশরাফ নবীন কর্মকর্তাদের নেভাল একাডেমি থেকে অর্জিত জ্ঞানকে যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য কর্মকর্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
কুচকাওয়াজ অনুষ্ঠানে চট্টগ্রাম নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা ও শিক্ষা সমাপনী ব্যাচের কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।