বিভিন্ন খাদ্যপণ্য প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা

মঙ্গলবার নগরীর দক্ষিণখান এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের অভিযান

পণ্যের মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ ও খুচরা মূল্য লেখা না থাকার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রক্রিয়াকরণের অপরাধে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে প্রায় সোয়া লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার নগরীর দক্ষিণখান এলাকায় পরিচালিত এক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ এ জরিমানা করে।

কর্তৃপক্ষের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে মাসুম আরেফিন ও আফরোজা রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, অভিযানে টাঙ্গাইল মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা, প্রমোশন বেকারিকে ৫০ হাজার টাকা, আজওয়াকে ১৫ হাজার টাকা এবং মিতালী কসমেটিকসকে ৯ হাজার টাকাসহ মোট ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।