জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে গেলেও সমস্যা হবে না: পররাষ্ট্রমন্ত্রী

এ কে আব্দুল মোমেনজলবায়ু পরিবর্তনের জন্য প্যারিস চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে গেলেও কোনও সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সোমবার (৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ঢাকা মিটিং অব দ্য গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, আগামী ৯ ও ১০ জুলাই ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র সরে যাওয়ায় প্রোগ্রাম বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু থেমে নেই।’
তিনি আরও বলেন, ‘এ বৈঠকে অংশগ্রহণ করবেন মার্শাল দীপপুঞ্জের রাষ্ট্রপতি হিন্ডা হেইন, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, বিশ্বব্যাংকের সিইও ক্রিস্টালিনা জর্জিওভাসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বাংলাদেশের বিশেষজ্ঞরা।’
আব্দুল মোমেন বলেন, ‘এ বৈঠকের সুপারিশগুলো সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে পেশ করা হবে এবং আশা করা হচ্ছে, এটি গৃহীত হবে।’