এডিসকে ‘অ্যারিসটোক্র্যাট’ মশা বললেন প্রধানমন্ত্রী





বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)ডেঙ্গুর জন্য দায়ী এডিস মশাকে ‘অ্যারিসটোক্র্যাট’ আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ জুলাই) বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গুর প্রকোপটা একটু বেড়ে গেছে। তবে, ডেঙ্গুর মশা একটু অ্যারিসটোক্র্যাটিক মশা হয়ে গেছে। এখানেই সমস্যা। ওষুধ দিলেও তারা যায় না।’

সবাইকে ডেঙ্গুর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘সবাই একটু সমাধানে থাকা, ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মশা যাতে না হয় সেদিকে বিশেষভাবে নজর দেওয়া দরকার। পাশাপাশি যেসব কারণে মশা জন্ম নেয়, যেমন পানি জমে থাকা, ফুলের টব, এয়ারকন্ডিশনের পানি— এসব খেয়াল রাখতে হবে।’
তিনি বলেন, ‘ডেঙ্গু কিন্তু পরিষ্কার পানি ছাড়া থাকে না; পরিষ্কার পানিতে ডিম দেয়, পরিষ্কার পানিতে বাচ্চা ফোটে। কাজেই সবাইকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। মশারি টাঙিয়ে ঘুমানো— এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এর চিকিৎসা যথেষ্ট উন্নত হয়েছে। আমরা ডেঙ্গু হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করছি।’