‘বন্যা পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আমাদের আছে’

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারখাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আমাদের আছে। ভয় পাওয়ার কোনও কারণ নেই। কোনও খাদ্য সংকট হবে না। দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে। গুদামে শুধু চাল নয়, সর ধরনের খাদ্যই মজুত আছে।’

সচিবালয়ের সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের তৃতীয় দিন মঙ্গলবার (১৬ জুলাই) দ্বিতীয় অধিবেশনে মন্ত্রী এসব কথা বলেন। এ সম্মেলনের সভাপতিত্ব করছেন মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, ‘প্রতিটি জেলায় নিরাপদ খাদ্য অফিস আছে। সেখান থেকে জনসাধারণকে খাদ্য কেনার পরামর্শ দিচ্ছি। আর এখান থেকে মানুষ যেন জিনিসপত্র কেনে, সে বিষয়ে উদ্যোগ নিতে ডিসিদের পরামর্শ দিয়েছি।

ধান ক্রয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি অতিরিক্ত আরও চার লাখ টন ধান কেনা হবে। এর মধ্যে এক লাখ টন কেনা হয়েছে। বাকি তিন লাখ টন কেনার ক্ষেত্রে ডিসিদের তদারকি করতে বলা হয়েছে।’