মাছের উৎপাদন বাড়াতে জলাশয়গুলোকে আগের অবস্থায় নিয়ে আসবো: প্রধানমন্ত্রী



প্রধানমন্ত্রী শেখ হাসিনাবাড়ির আশপাশের ডোবা, পুকুর ও জলাশয়কে ফেলে না রেখে সেগুলোতে মাছ চাষ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের যত জলাশয়, পুকুর, খাল, বিল রয়েছে, সেগুলোকে আমরা পূর্বাবস্থায় ফিরিয়ে আনবো। যেন মৎস্য উৎপাদন বাড়তে পারে।’ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (কেআইবি) জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯’র উদ্বোধনের সময় তিনি এসব বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা খাদ্যের চাহিদা পূরণ করেছি। এখন দৃষ্টি পুষ্টির দিকে। বিল, ঝিল, হাওর, বাঁওড়, নদী-নালায় পরিকল্পিতভাবে মাছ চাষ করতে হবে। মাছের চেয়ে এত নিরাপদ আমিষ আর নেই।’

আওয়ামী লীগ সরকারের শতবর্ষ মেয়াদি ডেল্টা পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশে আমরা নদীগুলোকে ড্রেজিং করছি। যেন এর প্রবাহ ও নাব্য বাড়ে। আর পানির প্রবাহ বাড়লে মাছের উৎপাদন বাড়বে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত যেকোনও দুর্যোগ মোকাবিলা আরও সহজ হবে।’

অনুষ্ঠানে মৎস্য চাষ, রেণু উৎপাদনসহ মৎস্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ অবদানের জন্য জাতীয় মৎস্য পুরস্কার ২০১৯ প্রদান করেন প্রধানমন্ত্রী। পুরস্কার হিসেবে ৮ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বর্ণপদক ও ৫০ হাজার টাকার করে চেক এবং ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রৌপ্য পদক এবং ৩০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। সূত্র: বাসস