জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে: ডিসিদের ডেপুটি স্পিকার

BPS_4718সরকারের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। একই সঙ্গে তিনি মাঠ প্রশাসনের এসব কর্মকর্তার প্রতি দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। চলমান জেলা প্রশাসক সম্মেলন ২০১৯-এর অংশ হিসেবে ডেপুটি স্পিকারের সঙ্গে এই সাক্ষাৎ হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম।
ডেপুটি স্পিকার বলেন, ‘সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে মাঠপর্যায়ে নীতি বাস্তবায়নে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’
মাঠ প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘ডিসিদের অবশ্যই জেলার অন্যান্য কর্মকর্তার সঙ্গে কাজের সমন্বয়ের পাশাপাশি জনগণের মৌলিক অধিকার পূরণে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের কার্যকর সিদ্ধান্ত দিতে হবে। ডিসিদের সঙ্গে সমন্বয় আছে বলেই উন্নয়ন এত ত্বরান্বিত হচ্ছে।’
ডেপুটি স্পিকার আরও বলেন, ‘আইন বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আইন প্রণয়নের পর সেটি মাঠপর্যায়ে বাস্তবায়ন করেন কর্মকর্তারা।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। জনপ্রতিনিধিদের সহযোগিতায় জেলা প্রশাসকদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে অচিরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।’
সাক্ষাৎ শেষে ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের বলেন, ‘আমি জেলা প্রশাসকদের বলেছি, তারা যে এলাকায় দায়িত্ব পালন করছেন, সে এলাকা যেন নিজের এলাকা মনে করে কাজ করেন। আর সম্মেলন শেষে নিজ নিজ কর্মস্থলে গিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানো এবং পুনর্বাসন কার্যক্রম জোরদার করার নির্দেশনা দিয়েছি।’
অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, ‘মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’
এতে অন্যদের মধ্যে অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার জয়নুল বারী এবং বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বক্তব্য রাখেন। এ সময় জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী, জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।