মাইকেল চাকমার সন্ধানে মানববন্ধন



মাইকেল চাকমার সন্ধান চেয়ে ‘ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় কমিটি’র মানববন্ধননিখোঁজ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-এর সংগঠক মাইকেল চাকমার সন্ধান চেয়ে মানববন্ধন করেছে ‘ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় কমিটি’। শনিবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, মাইকেল চাকমা খুন-গুম ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছেন। সেটা কি তার অপরাধ? তারা আরও বলেন, বর্তমান সরকার জনগণের রাজনীতি করে না। তাই, দেশের জনগণ গুম হলে তাদের কিছুই যায় আসে না। সরকার ও রাষ্ট্রীয় বাহিনী সব একাকার হয়ে গেছে।

বক্তারা আরও বলেন, যে মাইকেল চাকমা খুন-গুম ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতেন, সেই মাইকেলকেই গুম করা হয়েছে।

সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, সরকার চাইলে মাইকেল চাকমা কোথায় আছেন, কীভাবে আছেন, সব কিছুর সন্ধান দিতে পারে । কিন্তু সরকার ইচ্ছা করেই তা দিচ্ছে না। তাই আমরা অবিলম্বে মাইকেল চাকমার সন্ধান দিতে সরকারের কাছে দাবি জানাই।

মানববন্ধনে ‘ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী জাতীয় কমিটি’র সদস্যরা উপস্থিত ছিলেন।