স্বাধীনতাবিরোধীরা এডিস মশার চেয়েও ভয়ঙ্কর: ওবায়দুল কাদের

 

ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগস্ট মাস শোকের মাস। এই মাস এলেই স্বাধীনতাবিরোধীরা মাথাচাড়া দিয়ে ওঠে।  এরা এডিস মশার চেয়েও ভয়ঙ্কর।’ তাই আগস্ট মাসে যেকোনও ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

সোমবার (৫ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু আতঙ্ক আছে।  যারা ঈদের সময় বাড়ি যাবেন, তাদের মধ্যে এই আতঙ্ক হচ্ছে।  এজন্য বাস টার্মিনালগুলোতে মশা মারার ওষুধ ছিটানো হবে। এছাড়া, গাড়ির ভেতরেও স্প্রে করা হবে।’

মন্ত্রী  বলেন, ‘বাস টার্মিনালগুলোতে সেবাবান্ধব পরিবেশ থাকতে হবে। বিস্তারিত দেখভালের জন্য বনানীতে কন্ট্রোল রুম খোলা হয়েছে।  বিআরটিস ‘র সাড়ে ১১শ’ বাস রাখা হয়েছে, যেগুলো ঈদের সময় বিভিন্ন রুটে চলাচল করবে।’

আরও পড়ুন:

ঈদে কোনোভাবে ভাড়া বাড়ানো যাবে না: সেতুমন্ত্রী