‘স্বাস্থ্যমন্ত্রীর সফর উনার আর প্রধানমন্ত্রীর বিষয়’

জাহিদ মালেকস্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শেখ সেলিম। মঙ্গলবার (৬ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী ব্যক্তিগত সফরে গেছেন না কী জন্য গেছেন এটা উনার আর প্রধানমন্ত্রীর বিষয়।

এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনি কেন গেছেন, সেটা আমাদের এখানে আলোচনার বিষয় নয়। প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কোনও মন্ত্রী দেশত্যাগ করতে পারেন না। উনি নিশ্চয় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে গেছেন। ব্যক্তিগত সফরে গেছেন না কী জন্য গেছেন এটা উনার আর প্রধানমন্ত্রীর বিষয়। প্রধানমন্ত্রী চাইলে যেকোনও মন্ত্রীকে বিদেশ পাঠাতে পারেন। আর বিদেশ সফরে গেলে অপরাধটা বা কী? ’

তবে এমন গুরুত্বপূর্ণ সময়ে বিদেশ সফরে যাওয়ার ব্যাপারে নিজেরই সিদ্ধান্ত নেওয়া উচিত এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমি স্বাস্থ্যমন্ত্রী থাকতে বাংলাদেশে প্রথম ডেঙ্গু শনাক্ত হয়েছিল। ওই সময় একটি বিদেশ সফর ছিল, আমার যাওয়ার কথা ছিল। কিন্তু আমি যাইনি, আমার স্টেট মিনিস্টারকে পাঠিয়েছিলাম।’

এ সময় এক সপ্তাহের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।