শোক দিবসে রাজধানীতে থাকবে কঠোর নিরাপত্তা: ডিএমপি কমিশনার

ধানমন্ডি ৩২ নম্বরে ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন,  ‘জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থানে  শ্রদ্ধা নিবদনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে উন্মুক্ত করে দেওয়ার হবে সর্ব সাধারণের জন্য।’

বুধবার (১৪ আগস্ট) দুপুরে ৩২ নম্বরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন,  ‘শ্রদ্ধা জানাতে আসা সাধারণ লোকজনকে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে। ৩২ নম্বর এলাকার আশেপাশে সব ধরনের গাড়ি চলাচল সীমিত ও পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।  যেহেতু নগর জুড়েই বিভিন্ন কর্মসূচি থাকবে সেখানেও আয়োজকদের সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’