৯ দিন বন্ধের পর স্থলবন্দরগুলোতে আমদানি রফতানি শুরু

হিলি স্থলবন্দর

টানা ৯ দিন বন্ধের পর দেশের স্থলবন্দরগুলোতে পণ্য আমদানি রফতানি শুরু হয়েছে। দিনাজপুরের হিলি, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, লালমনিরহাটের বুড়িমারী, সাতক্ষীরার ভোমরা, যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরুর এসব তথ্য জানিয়েছেন আমাদের জেলা প্রতিনিধিরা।

সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার বিল্লাল হোসেনের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, ‘সকাল সাড়ে ১০টা থেকে পেয়াঁজসহ বিভিন্ন ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করে।

হিলি প্রতিনিধি জানান, হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, রবিবার সকাল ১১টা ২০ মিনিটে ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

শুল্ক কমিশনারের কার্যালয়, ভোমরা স্থলবন্দর

লালমনিরহাট প্রতিনিধি জানান, বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ার খবর নিশ্চিত করেছেন স্থলবন্দরটির কাস্টমস সহকারী কমিশনার আব্দুস সালাম।

সাতক্ষীরা প্রতিনিধি জানান, ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার নিয়ামুল হাসান জানিয়েছেন, আজ থেকে এই বন্দর দিয়েও আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

বেনাপোল স্থলবন্দর চালুর তথ্য দিয়েছেন বেনাপোল প্রতিনিধিও।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও জাতীয় শোকদিবস উপলক্ষে টানা ৯দিন এসব স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল।