দুটি কার্গো বিমান কিনবে সরকার, ঋণ নেওয়া হবে দেশীয় ব্যাংক থেকে

ড্রিমলাইনার ‘গাঙচিল’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)সরকার দুটি কার্গো বিমান কিনতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমদানি-রফতানি বৃদ্ধির উদ্দেশ্যে এগুলো কেনা হবে। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘গাঙচিল’ উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রয়োজন অনুসারে আরও বিমান কিনবো। আমি চাচ্ছি দুটি কার্গো বিমান নেওয়ার জন্য। আমদানি-রফতানি বৃদ্ধির জন্য কার্গো বিমান আমরা কিনবো।’

বাংলাদেশি ব্যাংকগুলোর কাছ থেকে ঋণ নিয়ে বিমান কেনা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে আমরা বিদেশ থেকে টাকা ধার করতাম।  এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের (দেশীয়) ব্যাংক থেকে লোন নিয়ে বিমান কিনবো যেন অন্যের কাছ থেকে আমাদের ধার না নিতে হয়। আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই।’ড্রিমলাইনার ‘গাঙচিল’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

প্রধানমন্ত্রী বলেন, ‘বিমান পরিচালনার ক্ষেত্রে আমি সবাইকেই বলবো আন্তরিকতা নিয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনারা এটি পরিচালনা করবেন। কারণ হচ্ছে আজ দেশ যদি উন্নত হয়, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, দেশের উন্নতি যদি অব্যাহত থাকে তাহলে সবাই সুন্দর জীবন পাবেন, সুখীভাবে চলতে পারবেন।’

গত ২৫ জুলাই দেশে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তৃতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘গাঙচিল’। কোনোরকম যাত্রাবিরতি ছাড়াই সিয়াটল থেকে সরাসরি ঢাকায় এসে অবতরণ করে বিমানটি। এর মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ১৫টিতে। ১২ সেপ্টেম্বর ৭৮৭-৮ ড্রিমলাইনার রাজহংস যোগ হলে উড়োজাহাজের সংখ্যা হবে ১৬।