শনিবার (৩১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘আপনি ভারপ্রাপ্ত ও মূল দায়িত্ব পাওয়ার পর আপনার নেতৃত্বে সহস্রাধিক মানুষ অগ্নিবোমা এবং সন্ত্রাসের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আর এসব কিছুর হুকুমের আসামি হচ্ছেন তারা,যারা বড় বড় কথা বলেছেন গতকাল। তারা সবাই এসব কিছুর হুকুমের আসামি।’
তিনি আরও বলেন, ‘যারা শুধু পেট্রোললবোমা নিক্ষেপ করেছে তারা দায়ী নয়। তাদের যারা পরিচালনা করেছে,টাকা দিয়েছে, তাদের হাতে পেট্রোলবোমা তুলে দিয়েছে, তারা দায়ী। আমি ব্যক্তিগতভাবে মনে করি,একটি বিশেষ ট্রাইব্যুনাল করে এসব ঘটনার বিচার হওয়া দরকার।’
আলোচনা সভায় সাবেক খাদ্যমন্ত্রী ও সংসদ সদস্য কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।