১০ বছর পর মস্কোতে রাষ্ট্রদূত রদবদল

বাংলাদেশ ও রাশিয়ার জাতীয় পতাকা ১০ বছর পর রাশিয়ার মস্কোতে রাষ্ট্রদূত পর্যায়ে রদবদল করতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ায় বর্তমান রাষ্ট্রদূত এস এম সাইফুল হককে ইতোমধ্যে ঢাকায় ফেরত আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার এক বদলি আদেশে তাকে ঢাকায় ফেরত আসার নির্দেশ দেওয়া হয়। তবে তার জায়গায় কে স্থলাভিষিক্ত হবেন তা এখনও ঠিক হয়নি।
সাইফুল হক গত ১০ বছরে চার দফা তার মেয়াদ বাড়িয়েছেন। গত জুন মাসে তার সর্বশেষ মেয়াদ শেষ হয়। এর দুই মাস পর আগস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ফেরত আসার আদেশ দেন।
রাশিয়ায় পড়াশোনা করা সাইফুল হক ২০০৯ সালের সেপ্টেম্বরে মস্কোতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়ায় দ্বিপক্ষীয় সফরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও এক বিলিয়ন ডলারের সামরিক সমরাস্ত্র কেনার আর্থিক লেনদেনের চুক্তি সই হয়। ওই চুক্তি সম্পাদনে রাষ্ট্রদূত হিসেবে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।