যান্ত্রিক ত্রুটির কারণে কাল আসছে না ড্রিমলাইনার ‘রাজহংস’

ড্রিম লাইনারযান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেশে আসছে না। ত্রুটি সারাতে ৪৮ ঘণ্টা সময় চেয়েছে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। ড্রিমলাইনারটি ১৪ সেপ্টেম্বর উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি জ্ঞাপন করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার উড়োজাহাজটি দেশে আসার কথা থাকলেও আসছে না। এটি ডেলিভারি দিতে আরও ৪৮ ঘণ্টা সময় চেয়েছে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। সেই হিসাবে ১৪ সেপ্টেম্বর দেশে আসবে রাজহংস।

বিমান সূত্রে জানা গেছে, ডেলিভারির আগে বোয়িংয়ের অনুসন্ধানে ড্রিমলাইনারটির রাডারে ত্রুটি দেখা দিয়েছে। ত্রুটি সারানোর পর বিমানটি ডেলিভারি দেবে বোয়িং।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন প্রসঙ্গে বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। বিমানটি এলে পুনরায় তারিখ নির্ধারণ করা হবে।’