দেশেই তৈরি হচ্ছে ডেঙ্গু শনাক্তের কিট: প্রধানমন্ত্রী





দেশেই ডেঙ্গু শনাক্তের কিট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গত ৬ আগস্ট বিদেশ থেকে কাঁচামাল এনে দেশেই ডেঙ্গু রোগের কিট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনে জাতীয় পার্টির সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।
শেখ হাসিনা বলেন, প্রতিদিন প্রায় ৩৫ হাজার কিট সরবরাহ করা সম্ভব হবে। ডেঙ্গু রোগ শনাক্তকরণের ঘাটতির কোনও সম্ভাবনা নেই বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, গত ৩ আগস্ট পর্যন্ত ১ লাখ ৫৭ হাজার এনএস-ওয়ান ও কম্পো কিটসহ (NS-1 & Combo kit) ৩ লাখ ৬৮ হাজার ২০০ ডেঙ্গু শনাক্তকরণের কিট আমদানি করা হয়েছে।