‘দেশের সব কারাগারে ‘স্বজন’ কর্মসূচি চালুর চিন্তা’





স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (ফাইল ছবি)স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জনপ্রিয়তার করণে দেশের সব কারাগারে বন্দিদের সঙ্গে আত্মীয়-স্বজনদের কথা বলার জন্য ‘স্বজন’ কর্মসূচি চালুর চিন্তাভাবনা চলছে।’ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দেশের মানুষের মাঝে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।


উল্লেখ্য, ‘স্বজন’ কর্মসূচি এমন একটি ব্যবস্থা; যার মাধ্যমে বন্দিদের সঙ্গে স্বজনদের টেলিফোন বা মোবাইল ফোনে কথা বলার ব্যবস্থা করা হয়। ফলে বন্দিদের সঙ্গে কথা বলতে কারাগারে যাওয়ার প্রয়োজন পড়ে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বজন’ কর্মসূচি পরীক্ষামূলকভাবে টাঙ্গাইল জেলা কারাগারে চালু আছে। দেখা গেছে, ‘স্বজন’ চালুর পর বন্দিদের আত্মীয়-স্বজনদের সরাসরি জেলখানায় এসে দেখা করার প্রবণতা কমেছে ৮০ শতাংশ। এই কর্মসূচি অত্যন্ত জনপ্রিয় হয়েছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।