বিএনপির ১৫ মুলতবি প্রস্তাব সংসদে নাকচ

জাতীয় সংসদ অধিবেশন (ফাইল ছবি)একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে আনা ১৫টি মুলতবি প্রস্তাব নাকচ করলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) অধিবেশনের শেষ দিনে বিএনপির দুজন সংসদ সদস্য এ প্রস্তাবগুলো আনেন। মুলতবি প্রস্তাবের সংখ্যা উল্লেখ করলেও এগুলো কোন বিষয়ে তা জানাননি স্পিকার।

এদিন বৈঠকে প্রশ্নোত্তর শেষে স্পিকার মুলতবি প্রস্তাবের প্রসঙ্গটি তোলেন। স্পিকারের দেওয়া তথ্য মতে, ১৫টি মুলতবি প্রস্তাবের মধ্যে দুটি বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য জিএম সিরাজের এবং বাকি ১৩টি দলটির সংরক্ষিত আসনের একমাত্র সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার।

মুলতবি প্রস্তাব নাকচকালে স্পিকার বলেন, ‘প্রস্তাবগুলো তিনি পরীক্ষা করেছে দেখেছেন। এবং এগুলো তিনি গ্রহণ করা গেল না বলে দুঃখিত।’