সচিবালয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক





সচিবালয়প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় বলে জানান তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাড়ে ১২টার দিকে কারেন্ট এসেছে। আমরা স্বাভাবিকভাবে কাজ করতে পারছি।’
এর আগে রবিবার সকাল থেকে সচিবালয়ে বিদ্যুৎ ছিল না। সকাল ৯টায় কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে দেখেন—তিন, চার ও ৯ নম্বর ভবনের সম্পূর্ণ অংশে এবং এক ও ১১ নম্বর ভবনের কিছু অংশে বিদ্যুৎ নেই। এসব ভবনের কর্মকর্তা-কর্মচারীদের নিজ দফতর ছেড়ে নিচে গিয়ে খোলা জায়গায় অবস্থান করতে দেখা যায়।
বিদ্যুৎ বিভ্রাটের কারণ হিসেবে সেগুনবাগিচা বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মঈন আব্দুল্লাহ জানান, গ্রিডের সমস্যার কারণে এই বিভ্রাট দেখা দেয়।

প্রসঙ্গত, এক নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগ অবস্থিত। এছাড়া, তিন নম্বর ভবনে বাণিজ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়,চার নম্বর ভবনে কৃষি, খাদ্য, তথ্য, আইন ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, ৯ নম্বর ভবনে ক্লিনিক এবং ১১ নম্বর ভবনে অর্থ মন্ত্রণালয়ের আংশিক অবস্থিত।