দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ-ভারতের কোস্ট গার্ড মহাপরিচালক





বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ড মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দফতরে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এ বৈঠক কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক ও ভারতীয় কোস্ট গার্ড মহাপরিচালক কৃষ্ণস্বামী নাটারাজন দুই দেশের সমুদ্রসীমানা সম্পর্কিত নানা বিষয়ে আলোচনা করেন।
কোস্ট গার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ভারতীয় কোস্ট গার্ড মহাপরিচালক দুজন সফরসঙ্গীসহ ৪ দিনের সরকারি সফরে রবিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা সফরে আসেন। বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে ২০১৫ সালে সই হওয়া সমঝোতা স্মারকের প্রস্তাবনা অনুযায়ী প্রতিবছর উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে।
সোমবারের বৈঠকে দুই দেশের সমুদ্রসীমানায় মানবপাচার, চোরাচালান, মাদকদ্রব্য পাচার ও অবৈধভাবে মাছ ধরা রোধে উভয় দেশের কোস্ট গার্ডের করণীয় নিয়ে আলোচনা হয়।
ভারতীয় কোস্ট গার্ড মহাপরিচালক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মেমোরিয়াল, সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর এবং পানামনগর পরিদর্শন করবেন।
দুই দেশের জলসীমানায় অপরাধ দমনে ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ভারতীয় কোস্ট গার্ড মহাপরিচালকের এই সফর অগ্রণী ভূমিকা রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।