সৌদি স্থাপনায় হুতি হামলায় বাংলাদেশের নিন্দা

পররাষ্ট্র মন্ত্রণালয়, ছবি- বাসস

সম্প্রতি সৌদি আরবের একটি গ্যাস কারখানা ও দু’টি আরামকো অয়েল প্ল্যান্টে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায়  পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনায় বারবার হুতিদের সন্ত্রাসী হামলায় বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছে।’

এতে আরও বলা হয়, ‘বিনা উসকানিতে হুতিদের এ ধরনের কর্মকাণ্ড এতদ্বঞ্চলের পারিপার্শ্বিক পরিস্থিতি বাধাগ্রস্ত এবং শান্তি ও নিরাপত্তার ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ সৌদি আরবের শান্তি ও স্থিতি প্রতিষ্ঠার সব প্রচেষ্টার প্রতি সমর্থন জানাবে।’ বাসস