নেতিবাচক ঘটনার অভিযোগ পেলেই ব্যবস্থা নেবে সৌদি আরব

বৈঠকে বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ও সৌদি আরবের উপ-শ্রমমন্ত্রী ড. আবদুল্লাহ বিন নাসের আবু থুনিয়ান সৌদি আরবে কোনও নেতিবাচক ঘটনার অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির উপ-শ্রমমন্ত্রী ড. আবদুল্লাহ বিন নাসের আবু থুনিয়ান। বুধবার (১৮ সেপ্টেম্বর) রিয়াদে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই আশ্বাস দেন।  

সভায় ইমরান আহমদ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নারী গৃহকর্মীদের যথাযথ নিরাপত্তা ও প্রাপ্য অধিকারের বিষয়টি তুললে সৌদি আরবের উপ-শ্রমমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে নারী গৃহকর্মীদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে। ব্যাংকের মাধ্যমে তাদের বেতন পরিশোধ করা হবে।’

সৌদি আরবের উপ-শ্রমমন্ত্রী আরও বলেন, ‘২০১৯ সালের শেষ নাগাদ মোসানেদ সিস্টেম আরও আপগ্রেড করা হবে। দেশে ফিরতে ইচ্ছুক  নারীকর্মীদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, সৌদি শ্রম মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) মাহের আল কাসেম, মহাপরিচালক (দ্বিপাক্ষিক) ফয়সাল আল উতাইবি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. যাহিদ হোসেন ও মো. সারোয়ার আলম, বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল মিনিস্টার এসএম আনিসুল হক এবং শ্রমকল্যাণ উইংয়ের কাউন্সেলর মো. মেহেদী হাসান প্রমুখ।