স্থানীয় প্রয়োজনকে গুরুত্ব দিয়ে প্রকল্প হাতে নিতে হবে: উশৈসিং

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং (ফাইল ছবি)মাঠ পযার্য়ে পরিদর্শন করে যৌক্তিকতা বিবেচনা করে প্রকল্প হাতে নিতে হবে বলে মন্তব্য করেছেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি বলেন, ‘পাবর্ত্য চট্টগ্রামের জন্য প্রকল্প প্রণয়নের সময় স্থানীয় প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিতে হবে।’ রবিবার (২২ প্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে  ‘বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি’র পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উশৈসিং বলেন, ‘পাবর্ত্য চট্টগ্রামবাসীর জীবনমান উন্নয়নে বতর্মান সরকার ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে। এসব উন্নয়ন কাজ যেন টেকসই হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে দৃষ্টি রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘পাবর্ত্য চট্টগ্রামের উন্নয়ন কাজগুলো কৃষি উপযোগী করে করতে হবে, যেন এ সব উন্নয়ন কাজের মাধ্যমে এ অঞ্চলে পানির সঠিক ব্যবহার করে কৃষি ও ফলদ উৎপাদন বাড়ে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মেসবাহুল ইসলাম, পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা, পাবর্ত্য খাগডাছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী প্রমুখ।