পূর্ব প্রস্তুতি দুর্যোগে ক্ষয়ক্ষতি কমায়: ত্রাণ প্রতিমন্ত্রী





1 (7)দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, পূর্ব প্রস্তুতি যেকোনও দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে ভূমিকা রাখে। দুর্যোগ মোকাবিলায় জনগণকে সচেতন করতে মহড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
বুধবার (৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতাল প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধিতে আয়োজিত এক মহড়ায় তিনি এসব কথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
এনামুর রহমান বলেন, ভৌগলিক অবস্থানগত কারণে বাংলাদেশ দুর্যোগ ঝুঁকিপূর্ণ দেশ। আগাম সতর্কবার্তা দুর্যোগে ঝুঁকি বা জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পারে।
তিনি বলেন, সরকার দুর্যোগ মোকাবিলার পূর্ব প্রস্তুতি হিসেবে অত্যাধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করেছে। সেগুলো সেনা, নৌ ও বিমানবাহিনীসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, জাপান সরকার ও জাইকার টেকনিক্যাল সহযোগিতায় বাংলাদেশে শিগগিরিই ভূমিকম্প-সহনীয় দেশে পরিণত হবে। এ লক্ষ্যে জাপানের সঙ্গে সমঝোতা স্মারক সই হবে জানান তিনি।